সবার কথা বলি

ভালোবাসা দিবসে অশ্লীলতা বন্ধে বিক্ষোভ

"আল কোরআনের দারস্" সংগঠনের উদ্যোগ

দেনমোহর ও বয়সসীমা সমাজের বাস্তবতার সঙ্গে বিবেচনা করে বিয়েকে সহজ করার দাবিতে বিক্ষোভ করেছে আল-কুরআনের দারস নামে একটি সংগঠন। তারা চায় সমাজে চলমান অশ্লীলতা থেকে বের হয়ে বিয়ে পরবর্তী ভালোবাসা ছড়িয়ে পড়ুক দেশজুড়ে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের সিআরবি এলাকায় বিশ্ব ভালবাসা দিবসে এ বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

এ সময় তারা ‘বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ’, ‘ডাস্টবিনে শিশুর লাশ, এটাই কি তোরা চাস’, ‘সৎ সাহসী উদ্যোগ নিন, যিনার আগে বিয়ে দিন’, ‘হারাম প্রেমে জড়ালে, কাঁদতে হবে আড়ালে’ সহ বিভিন্ন স্লোগান দেন।Untitled 1 2502141328

এ প্রসঙ্গে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা আজকে যে কর্মসূচি পালন করেছি তা অশ্লীলতাকে বন্ধ করে বিয়েকে সহজ করার জন্য।’

তিনি বলেন, ‘সহজে বিয়ে করার জন্য দেনমোহর নিয়ে পুনরায় ভাবা প্রয়োজন। অনেক সময় দেখা যায়, ৩০-৪০ লাখ টাকা দেনমোহর নিয়ে কেউ কেউ বিয়ে করছেন। পরে দেনমোহর আদায় করে তালাক নিচ্ছেন। সমাজে এটির খারাপ প্রভাব পড়ছে।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, ১১-১৩ বছর হলেই ছেলে-মেয়েরা প্রেম করছে। বিয়ের কথা আসলে তাদের আরও ছয় থেকে সাত বছর অপেক্ষা করতে হচ্ছে। আমরা এ ব্যবস্থার পরিবর্তন চাই। এখন যে বয়সসীমা আছে, তা বাস্তবসম্মত নয়। আমরা মেডিকেল সায়েন্সের নিয়মানুসারে বাস্তবসম্মত একটি বয়সসীমা নির্ধারণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

Get real time updates directly on you device, subscribe now.