সবার কথা বলি

গাজা পুনর্গঠনে আরব দেশের পরিকল্পনাকে সমর্থন জানাল ইউরোপের ৪ দেশ

ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাখ্যান

গাজা পুনর্গঠন নিয়ে আরব দেশগুলা যে পরিকল্পনা করেছে তাতে সমর্থন জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। শনিবার (৮ মার্চ) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ কথা বলেন। আরব দেশগুলো ফিলিস্তিনদের না সরিয়ে ৫৩ বিলিয়ন ডলা খরচের বিনিময়ে গাজা পুনর্গঠনের কথা জানিয়েছে।

খবর রয়টার্স

এক যৌথ বিবৃতিতে এসব দেশের মন্ত্রীরা বলেন, আরব দেশগুলোর এই প্রস্তাব বাস্তবিক অর্থে গাজাকে পুনর্গঠনের পথ দেখাবে। যদি এটি বাস্তবায়ন করা যায় তাহলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবন মান উন্নত হবে এবং দুর্বিষহ জীবন থেকে তারা মুক্তি পাবে।

আরব নেতাদের সমন্বয়ে মিশরের তৈরি গাজা পুনর্গঠনের পরিকল্পনাটি গত মঙ্গলবার উত্থাপন করা হয়। কিন্তু এই প্রস্তাবটি ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। কারণ ট্রাম্প গাজাকে ‘মিডল ইস্ট রিভিয়েরা’ হিসেবে গড়ে তুলতে চান।

মিশরের প্রস্তাবে গাজাকে পরিচালনার জন্য একটি স্বাধীন পেশাদার কমিটি গঠনের কথা বলা হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের অবসান হলে এই কমিটি গাজায় সরকার পরিচালনা করবে।

শনিবার চারটি ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘আরব উদ্যোগের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ এবং এই উদ্যোগের মাধ্যমে আরব রাষ্ট্রগুলো যে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ পাঠিয়েছে, সেটির প্রশংসা করছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস ‘গাজার শাসন করতে পারবে না এবং ফলে ইসরায়েলের জন্য তারা আর কখনও হুমকি হয়ে উঠবে না। এজন্য ইউরোপের চারটি দেশ ‘কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা এবং তাদের সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে’ সমর্থন করে।

 

Get real time updates directly on you device, subscribe now.