সবার কথা বলি

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষের পর অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকালে রানওয়ে ১২-এর উপরে উঠার সময় দুই বিমানের সংঘর্ষ হয়। এক বিবৃতিতে এনটিএসবি বলেছে, উভয় বিমান ফিক্সড-উইং এবং একক-ইঞ্জিনের বিমান।

মারানা পুলিশ বিভাগ বর্তমানে বিমানবন্দরের ঘটনাস্থলে রয়েছে। এনটিএসবি যোগ করেছে, একটি বিমান “অবাস্তবভাবে অবতরণ করেছে” যখন অপরটি “রানওয়ে ৩ এ ভূপৃষ্ঠের কাছাকাছি ছিল। এর প্রভাবে পরবর্তীতে আগুন লেগেছে”।

আই ঘটনায় নিহতদের সম্পর্কে কোনো বিশদ তথ্য জানা সম্ভব হয়নি।ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি হেলিকপ্টার সংঘর্ষের মাত্র কয়েক সপ্তাহ পরে, এই মর্মান্তিক সংঘর্ষটি ঘটলো। এর আগে সোমবার টরন্টোতে ডেল্টা এয়ার লাইন্সের একটি ফ্লাইট রানওয়েতে উল্টে যায়। তবে বোর্ডে থাকা ৮০ জনই প্রাণে বেঁচে যায়।

 

Get real time updates directly on you device, subscribe now.