সবার কথা বলি

স্ত্রীর এলোপাতাড়ি কোপে স্বামীর মৃত্যু

৫ম বিয়ের অভিযোগে স্বামীকে কুপিয়ে খুন করলেন ৪র্থ স্ত্রী

 

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

খুনের শিকার মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের ৪র্থ স্ত্রী নুর জাহান। তিনি সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশমার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একইসময় ঘটনাস্থলে থাকা আসামি নুর জাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

খুনের শিকার আলাউদ্দিন কি করতেন তা জানাতে না পারলেও তার নিকট আত্মীয়-স্বজন নোয়াখালী গ্রামের বাড়িতে থাকে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Get real time updates directly on you device, subscribe now.