সবার কথা বলি

চলন্ত বাসে লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি চলন্ত বাসে লুটপাট ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বোয়ালিয়া থানার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে ও বাসের চালক বাবুল আলী, রাজশাহীর সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে ও বাসের সুপারভাইজার সুমন ইসলাম এবং রাজশাহীর পূর্ব কাঠালিয়া গ্রামের আঙ্গুর মন্ডলের ছেলে ও বাসের হেলপার মাহবুব মন্ডল।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী উঠেন। পরে বাসটি টাঙ্গাইল পৌঁছালে নতুন উঠা যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ডাকাতরা যাত্রীদের লুটপাট ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। এরপর মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায় তারা। পরের দিন মঙ্গলবার সকালে বাসটি নাটোরের বড়াইগ্রাম এলাকায় এলে যাত্রীরা বাসটি আটকের জন্য থানায় খবর দেয়।

এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ঘটনার সাথে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায় থাকতে পারে। এ জন্য তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে কেউ কোনো মামলা দায়ের না করলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Get real time updates directly on you device, subscribe now.