চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্রর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ ও কমিউনিটি পুলিশিং মিরসরাই উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন বাবুল প্রমুখ।
এ সময় চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে মিরসরাই থানার এসআই জাহিদুল ইসলাম আরমানকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচন করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হন মিরসরাই কলেজের উপাধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
