বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক রবিউল হাসান তানজিম এর আয়োজনে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের আন্তঃইউনিটের মাঝে তারুণ্যের কন্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিন্নধর্মী এ আয়োজনে নক আউট পর্বে চার দল অংশ নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ও চট্টগ্রাম উত্তর জেলা উইনিট।
ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ মনে করে,জুলাই গণঅভ্যুত্থান কেবলই একটি রাজনৈতিক ঘটনা”। টস জিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এর বিপক্ষে অবস্থান নেয়। চট্টগ্রাম উত্তর জেলা টিম তথা সরকারি দলের খুরধার যুক্তিতর্কে চ্যাম্পিয়ন হয় উত্তর জেলা টিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. মোঃ ইউসুফ আলম মাসুদ উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, আগামীর বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ হবে। ভবিষ্যতের সংসদে মেধাবী সরকার দল এবং শক্তিশালী বিরোধী দলের অবস্থান তৈরীতে এধরণের বিতর্ক সভা কার্যকরী ভূমিকা রাখবে।
সংবর্ধিত অতিথি জসিম উদ্দিন বলেন,জুলাই বিপ্লবের পর ছাত্র অধিকারের এমন একটি সৃজনশীল আয়োজন যা সত্যিই আজ উৎসবে পরিণত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিস সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন,জুলাইকে ঘিরে যত প্রোগ্রামে অংশ নিয়েছি এটি তার মধ্যে শ্রেষ্ঠ প্রোগ্রামের দাবিদার।
অনুষ্ঠানে উদ্বোধক লায়ন মুহাম্মদ মাসুদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে নগরীর জিইসিস্থ একটি হলরুমে এই বিতর্ক উৎসব এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
স্পিকার হিসেবে ছায়া সংসদে দায়িত্ব পালন করেন সাবেক বিতার্কিক আরিফ জে.পি. মাহমুদ এছাড়াও বিজ্ঞ বিচারকের ভূমিকায় ছিলেন অ্যাড. আরিফুল হক তায়েফ,সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক তৌহিদুল ইসলাম, শিক্ষাবীদ মোঃ হাসান তারেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকমান হোসেন,এন এম নাছির উদ্দীন, সাকিব মাহমুদ রমী,সোলায়মান সালমান প্রমুখ