সবার কথা বলি

ফটিকছড়িতে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ

চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজারস্থ বড়থলি এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি নতুন কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন ‘এটলাস বিডি নিউজ’ অনলাইন পত্রিকার সম্মানিত চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিজ্ঞ আইনজীবী এডভোকেট ইউসুফ আলম মাসুদ।

IMG 20250307 194647

স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এই কালভার্ট নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, “এই কালভার্ট নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছি, এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যার সমাধান পাবেন এবং যানবাহন চলাচল সহজ হবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।

IMG 20250307 WA0001 1

Get real time updates directly on you device, subscribe now.