শিরোপায় চোখ রেখে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে বাংলাদেশ। সেই অভিযানে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। তাই আত্মবিশ্বাসের জায়গা কিছুটা হলেও নড়বড়ে থাকতে পারে তাদের। আর ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে ভারত।
সার্বিক মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে সবশেষ পাঁচ দেখায় তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সেই অনুপ্রেরণা কাজে লাগাতে পারলে হয়তো শিরোপা জেতার পথে শুরুটা ভালো করতে পারবে তারা।
দেড় যুগের অপেক্ষা ঘোচানোর অভিযান
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে সেবার যাত্রা শুরু করেছিল তারা।
এরপর থেকে শুধুই হতাশা। গত ১৮ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও দশ ম্যাচ খেলেও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। গত তিন বছরে টানা দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে তারা।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত।