বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা—ঘন কুয়াশায় পথ হারালো চালক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ রুবেল (৩০) ও মোহাম্মদ ফরহাদ (২৮) নামে দুই যুবক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে। দুই যুবককে চমেক হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা।

তিনি বলেন, দুই যুবককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছিল স্থানীয় লোকজন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় মাইক্রো চালক গাড়িটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেয়। এ সময় ট্রাফিক বক্সে আঘাত লেগে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোটি সরিয়ে নেয়।

এসআই/আজকের বেলা
আজকের বেলাআহতদুর্ঘটনাবঙ্গবন্ধু টানেল
Comments (০)
Add Comment