চট্টগ্রামের পঠিকছড়ির গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ।
২৩ মার্চ ২০২৫ রোববার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের ভিত্তিতে গঠিত হলো গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ।
বোর্ডের জারি করা চিঠি অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা পুনঃগঠন কার্যক্রমের অংশ হিসেবে এই কমিটি অনুমোদিত হয়। কমিটির কার্যকাল শুরু হবে অনুমোদনের তারিখ থেকে এবং তা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোনীত প্রতিনিধি (সদস্য)
জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি (সদস্য)
প্রধান শিক্ষক (সদস্য-সচিব)
প্রসঙ্গত, বিদ্যালয়ের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে শিক্ষা বোর্ড সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। স্থানীয় শিক্ষার্থীদের মানোন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করব।”