সবার কথা বলি

সাবেক সেনা কর্মকর্তার বাসায় দুদকের অভিযান

সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ।

রোববার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। সেখানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা সেই অর্থ ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।

Get real time updates directly on you device, subscribe now.