সবার কথা বলি

দুবাইয়ে রাতে আরব আমিরাতের মুখোমুখি ‘নতুন’ বাংলাদেশ

দুবাইয়ে রাতে আরব আমিরাতের মুখোমুখি ‘নতুন’ বাংলাদেশ
কদিন আগে জোড়া সাফজয়ী ও নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহীকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে ২৩ জনের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। যেখানে গত সাফজয়ী খেলোয়াড় আটজন। আবার এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধুমাত্র নতুন অধিনায়ক আফঈদা খন্দকার। এই ম্যাচ দিয়েই নতুন অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এই ডিফেন্ডারের। বাকিরা নবাগত। সেই দল নিয়ে দুবাইতে ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

ফ্লাইট বিলম্ব হওয়ায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে দুবাই পৌঁছান বাংলাদেশ নারী ফুটবল দল। খানিকটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় মাঠে গা গরম করেছেন তারা।

এর আগে কখনো বাংলাদেশ-আমিরাত জাতীয় দল মুখোমুখি হয়নি। তবে এএফসির বয়সভিত্তিক আসরগুলোতে বিগত সময়ে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, তিনটিই ঢাকায়। ২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে ৬-০, ২০১৮ সালে একই টুর্নামেন্টে ৭-০ এবং ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ২-০।

তবে সিনিয়র দলের মুখোমুখিতে জয় খুব সহজ হবে না সেটা অনুধাবন করছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার— ‘লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে আরব আমিরাতের নারী দলের। তবে আমাদের দলে অনেক খেলোয়াড় নতুন কিন্তু তারা প্রতিশ্রুতিশীল।’

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩২ আর আমিরাত ১১৬।

Get real time updates directly on you device, subscribe now.